ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

৫ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় দিতে চায় রোমানিয়া

রাশিয়ার আক্রমণের আশঙ্কায় ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ সংকটের দিকে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে পাঁচ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে প্রস্তুত রোমানিয়া। মস্কোর সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা গভীর দিকে যাওয়ার মধ্যেই এমন কথা জানালেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী।


দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভাসিলে ডিনকু বলেছেন, আমরা পাঁচ লাখের অধিক শরণার্থী গ্রহণ করতে পারি। এর জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও প্রস্তুত আছে। কিন্তু এমন বড় ধরনের ধাক্কা আমরা এখনই আশা করছি না। কিন্তু কি হবে, কেউই জানে না। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে পোল্যান্ড ও হাঙ্গেরিসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোও শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত আছে।


এর আগে পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখানেই ঘটনার শেষ নয়।


পূর্ব ইউক্রেনের এসব বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে সৈন্য মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন তিনি। আর এতেই অঞ্চলটির পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সূত্র : দ্য হিল, রয়টার্স

ads

Our Facebook Page